Breaking News

ভালোবাসি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি

তোমার যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমি আমার মনের মনিকোঠায় তোমার স্থান দিয়েছি তুমি তাহা জান না । আমার হৃদয় চিরে বা খুলে যদি দেখাইতে পারতাম তোমার কতো ভালোবাসি তাহলে তুমি কোন সংকোচ না করেই আমাকে অবলিলায় বলেদিতে আমি তোমাকে ভালোবসি , কিন্তু আমি তো তোমাকে মুখ ফুটে বলতে পরিনা যে তোমাকে কতোটা ভালোবাসি । বাসা থেকে অনেক কথাই মনে করে যাই যে তোমাকে বলবো কিন্তু তোমার সামনে গেলেই সব ভুলে যাই । এমন কেন হয় জানিনা কিন্তু আমরি মনে হয় যে তোমার ঔ কাজল কালো আঁখি আর মধুর কন্ঠ শুনে মনেহয় আমি সব ভুলে যাই । তাহলে কি তুমি ভাবো যে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে তো কতোভাবেই বোঝাতে চেষ্টা করি কিন্তু তুমি কেন বুঝতে চেষ্টা করো না নাকি বুঝেও বুঝার চেষ্টা করো না যানি না ।


সত্তি করে বলে  দিচ্ছি যে তোমাকে না পেলে আমি এই পৃথিবী ছেড়েই চলে যাবো । হয় তো এতো বড় একটা কাজ করতে পারবো কিন্তু তোমাকে ভালোবাসি এই কথাটা আমি কখুনো বলতে পারবোনা । যানি না কেন তবু আমার বুকে তোমাকে নি যে এতো ভালোবাসা কেন আমি এই পৃথিবীতে যতো মেয়ে দেখি কারো দেখে আমার মন ভরে না শুধু তোমাকে এক নজল দেখলেই আমার মন ভরে যায় ।

লেখক : গোলাম মস্তফা

কোন মন্তব্য নেই